চট্টগ্রামের দেওয়ানহাটে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক চীনা দম্পতি।
রিকশা করে হোটেল খুঁজতে যাবার সময় মঙ্গলবার সকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা তাদের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে ল্যাপটপ, ডলার এবং নগদ কয়েক লাখ টাকাসহ আরো মূল্যবান জিনিসপত্র ছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই দম্পতি।
ডবলমুরিং থানার এসআই সালাউদ্দীন রাশেদ আরটিভি অনলাইনকে জানান, সকালে ওই চীনা দম্পতি ঢাকা থেকে গ্রিন লাইনের বাসে চট্টগ্রামের টাইগারপাসে নামেন। সেখান থেকে সিএনজিতে করে হোটেল সেন্টমার্টিনে যান। সেখানে রুম না পেয়ে যান হোটেল ল্যান্ডমার্কে। কিন্তু সেখানেও রুম না পেয়ে যান হোটেল অর্কিডে। সেখানে রুম পছন্দ না হওয়ায় তারা রিকশায় দেওয়ানহাট দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সিএনজিতে করে আসা ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যান।
তিনি আরো জানান, এ ঘটনায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
এসএস